অক্টোবরের মাঝামাঝি বিশ্ববিদ্যালয় খোলা হবে, আবারো বললেন শিক্ষামন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৭, ২০২১, ০৬:৩৯ পিএম

অক্টোবরের মাঝামাঝি বিশ্ববিদ্যালয় খোলা হবে, আবারো বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষক-শিক্ষার্থীদের টিকা প্রদান সাপেক্ষ আগামী অক্টোবরের মাঝামাঝি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার আশাবাদ পুনর্ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটির মতামত পেলে স্কুল খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। শুক্রবার (২৭ আগস্ট) সকালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জীবনীর ওপর একটি প্রামাণ্যচিত্র নির্মাণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ ও আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি। বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলছি। আগামী এক মাসের মধ্যে ১৮ বছরের বেশি বয়েসি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা দেওয়ার কাজ শেষ করতে চাই। তারপরও যেহেতু টিকা দেওয়ার পর ইমিউনিটি পেতে দুই সপ্তাহ লাগে তাই সবমিলিয়ে আশা করছি অক্টোবরের মাঝামাঝি পর্যায়ে বিশ্ববিদ্যালয় খুলে দিতে পারব’।

স্কুল খুলে দেওয়ার ব্যাপারে শিক্ষামন্ত্রী জানান, ‘স্বিজ্ঞানসম্মতভাবে সংক্রমণের হার শতকরা ৫ ভাগ বা তার নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যায়। কিন্তু আমাদের এখানে অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা। কিন্তু আমাদের দেশে সংক্রমণ এখনো ৫ শতাংশের নিচে নামেনি। তবে বর্তমান পরিস্থিতিতে কিভাবে স্কুল খোলা যায়, সেজন্য সব বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে’।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার (২৬ আগস্ট) শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক সভায়ও আগামী ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছিলেন।

 

Link copied!