দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে আজ রবিবার থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে। চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ শিক্ষাবর্ষে সরকারি (সব) ও বেসরকারি (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনের বিপরীতে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া গত ১২ ও ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ডিএসএইচই) সূত্র জানায়, সরকারি ও বেসরকারি স্কুলগুলো এখন ২২ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি-প্রার্থীদের তালিকাভুক্ত করবে।
নির্বাচিত শিক্ষার্থীদের সমস্ত কাগজপত্র সাবধানে যাচাই করা হবে। স্কুলগুলোকে কোনো অতিরিক্ত ফি না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশ অমান্য করা স্কুলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।