করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। তবে, হল খোলা থাকবে এবং সশরীরে পরীক্ষা চলবে। এমনকি শিক্ষার্থীদের যাতায়াতে শাটল ট্রেনও চালু থাকবে।
আজ শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল হাসান এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “করোনা পরিস্থিতির অবনতি হওয়ার জাতীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। সন্ধ্যায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে, অনলাইনে ক্লাস চলবে।”
তিনি আরও বলেন, “ক্লাস বন্ধ হলেও সশরীরে পরীক্ষা ও খোলা থাকবে হল। শিক্ষার্থীদের যাতায়াতে শাটল ট্রেনও চালু থাকবে।”