ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী বহিষ্কার

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৬, ২০২৩, ১০:০২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী বহিষ্কার

অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।

তানজির আরাফাত তুষার। ছবি: সংগৃহীত

সোমবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিস্কৃতরা হলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজির আরাফাত তুষার। তিনি কবি জসীম উদ্দীন হলের আবাসিক শিক্ষার্থী। অপর শিক্ষার্থী হলেন আইন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের রাহুল রায়। তিনি জগন্নাথ হলের আবাসিক শিক্ষার্থী।

রাহুল রায়। ছবি: সংগৃহীত

বিজ্ঞপ্তিতে  বলা হয়, সাময়িকভাবে বহিস্কৃত শিক্ষার্থীদের ‘ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিস্কার করা হবে না’ মর্মে পত্রপ্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে জবাব দিতে হবে।

প্রসঙ্গত, চলতি বছরের ২০ জানুয়ারি শ্লীলতাহানি ও ছিনতাই মামলায় গ্রেফতার হয়েছিল তানজির আরাফাত তুষার। সোহরাওয়ার্দী উদ্যানে একজন নারী ও তার স্বামীকে মারধর করায় তার বিরুদ্ধে রাজধানীর  শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় এক নম্বর আসামি ছিলেন রাহুল রায় ও দ্বিতীয় আসামি ছিলেন তানজির আরাফাত তুষার। এই দুইজন ছাড়া উক্ত মামলায় ৫-৬ জন অজ্ঞাতনামা আসামি ছিল বলে মামলা সূত্রে জানা গেছে।

Link copied!