নির্ধারিত সময়েই ৭ কলেজের পরীক্ষা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৩, ২০২২, ১০:৩১ এএম

নির্ধারিত সময়েই ৭ কলেজের পরীক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পূর্বনির্ধারিত পরীক্ষাসমূহ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন। নতুন করে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর ঘোষণায় পূর্বে ঘোষিত পরীক্ষা সঠিক সময়ে অনুষ্ঠিত হওয়া নিয়ে শংকা দেখা দিয়েছিলো। তবে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান পূনরায় কবে খুলবে তা নিয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ২১ জানুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। সশরীরে পাঠদান বন্ধ রাখা হয়েছে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। দুই সপ্তাহ বাড়ানোর বন্ধের এ সীমা যাবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। এর আগেও দীর্ঘ দেড় বছর বন্ধ ছিল সশরীরে পাঠদান। অনলাইনে পাঠদান নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়ে আসছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা মনে করছেন, এভাবে বারবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হলে আবারো দীর্ঘমেয়াদী সেশনজটে পড়বে শিক্ষা ব্যবস্থা।

Link copied!