প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শেষ ধাপের তারিখ পরিবর্তন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২১, ২০২২, ০১:৫৩ পিএম

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শেষ ধাপের তারিখ পরিবর্তন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা ২৭ মের পরিবর্তে ৩ জুন অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষা হবে আগামীকাল (২২ এপ্রিল)। দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে ২০ মে এবং শেষ ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৭ মে। একই দিন ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষাও হবে। সে কারণেই প্রাথমিকের নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

গত ১৩ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদনকারীর নিজ নিজ জেলায় সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোন তারিখে কোন জেলা/উপজেলা পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে তা প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Link copied!