বইমেলায় পুলিশ পরিচয়ে চাঁদা দাবিকারী ঢাবির সেই দুই ছাত্রলীগ নেতাকে বহিস্কার

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ০৭:৫১ পিএম

বইমেলায় পুলিশ পরিচয়ে চাঁদা দাবিকারী ঢাবির সেই দুই ছাত্রলীগ নেতাকে বহিস্কার

বইমেলায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অংশে পুলিশ পরিচয়ে চারজনের কাছে চাঁদা দাবি করার অভিযোগে গ্রেফতার ছাত্রলীগের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে শাহবাগ থানা-পুলিশ তাঁদের গ্রেফতার করে। এরপর মামলা দিয়ে আদালতে পাঠালে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। 

এ ঘটনায় শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেই দুই নেতাকে বহিষ্কার করার কথা জানানো হয়। 

অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতা— হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সহসভাপতি মোহাইমিনুল ইসলাম ইমন এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সহসভাপতি রাজিব হোসাইন রবিন। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মোহাইমিনুল ইসলাম ইমন (সহসভাপতি, মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) ও রাজিব হোসাইন রবিনকে (সহসভাপতি, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হল।’

মামলার নথি থেকে জানা যায়, বাদী কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়েন। বৃহস্পতিবার বাদীসহ তার বন্ধুরা বইমেলায় ঘুরতে যান। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা সোহরাওয়ার্দী উদ্যানের কালিমন্দিরের গেটে যান। তখন আসামি রবিন ও ইমন নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাদের তল্লাশি শুরু করেন। এ সময় তাদের সবার ম্যানিব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন পুলিশ পরিচয় দেয়া দুজন। এরপর তারা চিৎকার করলে দায়িত্বরত পুলিশ ঘটনাস্থল থেকে দুই ছাত্রকে গ্রেফতার করে। এ ঘটনায় শাহবাগ থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

Link copied!