ফেব্রুয়ারি ১৩, ২০২২, ০১:৪০ পিএম
 
						
                            
                                                        চলতি মাসের শেষের দিকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার দুপুর পৌনে ১২টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ আশা ব্যক্ত করেন।
আরও পড়ুন: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
এইচএসসিতে কোন বোর্ডে জিপিএ-৫ কত?
সর্বোচ্চ পাস যশোরে,সর্বনিম্ন চট্টগ্রামে
করোনায় শিক্ষার্থীরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত উল্লেখ করে সরকারপ্রধান বলেন, “আমরা অনলাইনে বা টেলিভিশনে ক্লাসের ব্যবস্থা করেছি।কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া, সবার সঙ্গে মিলেমিশে থাকা হয়নি।”
করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রণের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “ আমরা আশা করছি দ্রুতই সমাধান করতে পারব।”
তিনি বলেন, “এখন একটু খারাপ সময় যাচ্ছে। আমরা আশা করি এই মাসের শেষের দিকে অবস্থার পরিবর্তন হবে। সেই সময় আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব।”এসময় যারা এখনও ভাইরাস প্রতিরোধি টিকা গ্রহণ করেননি তাদের দ্রুতই টিকা নেবার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
 
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                    