ফেব্রুয়ারি ১২, ২০২২, ০৭:৪৮ পিএম
শিক্ষামন্ত্রীর সাথে আলোচনার পর নিজেদের পরবর্তী পদক্ষেপ নিয়ে বৈঠকে করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ডি বিল্ডিংয়ের ভেতর শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এই বৈঠক শুরু হয়। বৈঠক শেষে আন্দোলন প্রত্যাহার করার কথা জানান শিক্ষার্থীরা।
আরও পড়তে পারেন :
আলোচনাতেই শাবিপ্রবি সংকটের সমাধান- শিক্ষামন্ত্রী
গত ১৬ জানুয়ারি থেকে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আন্দোলনে নামেন শাবি শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের সাথে আলোচনা করতে শুক্রবার সিলেট যান শিক্ষামন্ত্রী ডাক্তার দিপু মনি। মন্ত্রীর সাথে বৈঠকে শিক্ষার্থীরা ৮ দফা দাবি ও ১৩টি সুপারিশ জমা দেন।