ফেব্রুয়ারি ২, ২০২২, ০৯:৫৩ এএম
শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. লিয়াকত আলীকে প্রত্যাহার করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার রাত দেড়টার দিকে নিজ বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
বিশ্ববিদ্যালয়ের ভেতরে ট্রাকচাপায় এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে রাত ৯টার দিকে রাবি ক্যাম্পাসে নির্মাণকাজের মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাকের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত ও অপর আরেক শিক্ষার্থী আহত হন।
এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে এবং ঘটনাস্থল ও উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়। শিক্ষার্থীরা অন্তত ৫টি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, “উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছেন। উপাচার্য জানিয়েছেন, শিক্ষার্থীরা শান্ত হয়ে যাবেন। এরপর পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে গিয়ে কাজলা গেটে অবস্থান নেয়।”