সরকারি চাকরিপ্রার্থীদের বয়সে ২১ মাস ছাড় দিলো সরকার

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৯, ২০২১, ০৬:২৪ পিএম

সরকারি চাকরিপ্রার্থীদের বয়সে ২১ মাস ছাড় দিলো সরকার

করোনাভাইরাস সংক্রমণের কারণে সরকারি চাকরিপ্রার্থীদের আবেদনের ক্ষেত্রে বয়সে ২১ মাস ছাড় দিয়েছে সরকার। তবে বিসিএস পরীক্ষার্থীদের এই সুযোগের বাইরে রাখা হয়েছে।এর ফলে গত বছরের ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে, তারা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি চাকরির সব নিয়োগে আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) এক প্রজ্ঞাপন জারি করে  চাকরিপ্রার্থীদের বয়সে ছাড় সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের পর বৃহস্পতিবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা দেয়া হয় বলে জানা গেছে।

করোনা মহামারির কারণে গত বছরের মার্চ থেকে সরকারি চাকরিতে সব ধরনের নিয়োগ স্থগিত ছিল। এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন চাকরিপ্রত্যাশীরা। একারণে তাদের ক্ষতি পুষিয়ে দিতে বয়সে ২১ মাস ছাড়ের প্রজ্ঞাপন জারি করলো সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব দীপংকর বিশ্বাস স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেসকল মন্ত্রণালয় বা বিভাগ ও এর অধীনস্থ অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর, এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত, জাতীয়করণ করা হয়েছে এমন প্রতিষ্ঠানসমূহ কোভিড-১৯ পরিস্থিতির কারণে বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে (বিসিএস ব্যতীত) সরাসরি নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি সেসব প্রতিষ্ঠানকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় বিভাগকে নির্দেশক্রমে অনুরোধ করা হল।

Link copied!