ইবির হলে র‍্যাগিংয়ের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার

জাতীয় ডেস্ক

জুন ২, ২০২৪, ০৮:৩৯ পিএম

ইবির হলে র‍্যাগিংয়ের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার

ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলের গণরুমে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অপু মিয়াকে র‌্যাগিং ও নির্যাতনের ঘটনায় তিন শিক্ষার্থীকে এক বছরের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া দুই শিক্ষার্থীকে শর্তসাপেক্ষে সতর্কীকরণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (২ জুন) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লালন শাহ হলের গণরুমে আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অপু মিয়াকে র‍্যাগিংয়ের ঘটনার যাচাই-বাছাই সংক্রান্ত তদন্ত কমিটির সুপারিশ ও ছাত্র শৃঙ্খলা কমিটির ১৩তম সভার সিদ্ধান্ত মোতাবেক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাগর প্রামাণিক ও মো. উজ্জ্বল এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের মুদাসসির খান কাফিকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাসিম আহমেদ মাসুম ও আইসিটি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিসনো আল আসনাওয়ীকে সতর্কীকরণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সতর্কীকরণকৃত মাসুম ও আসনাওয়ী ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়িত হলে তাদের স্থায়ী বহিষ্কার করা হবে।

Link copied!