এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত সাড়ে ৫ হাজার

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৮, ২০২৩, ০৯:৩৪ এএম

এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত সাড়ে ৫ হাজার

সংগৃহীত ফাইল ছবি

চলতি বছরে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার ৮ শিক্ষাবোর্ডের ৫ হাজার ৫২২ জন অনুপন্থিত ছিল। এদিন বাংলা প্রথমপত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৪ জনকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁও কলেজ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আগামী বছর এসএসসি পরীক্ষা নেওয়া হবে ফেব্রুয়ারিতে। এছাড়া এপ্রিলে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার চেষ্টাও থাকবে।

সাম্প্রতিক বন্যার কারণে দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে চট্টগ্রাম, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৭ আগস্ট পর্যন্ত নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। ফলে সাধারণ ও কারিগরি এবং মাদ্রাসা শিক্ষার ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে বৃহস্পতিবার শুধু ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন ৯ লাখ ৪৬ হাজার ৮৪৪ জন এইচএসসি পরীক্ষাথীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে  ৯ লাখ ৪১ হাজার ৩২২ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিল ৫ হাজার ৫২২ জন। ঢাকা বোর্ডে সর্বোচ্চ ১ হাজার ৪৩৬ জন পরীক্ষার্থী  অনুপস্থিত ছিল। এরপর রাজশাহীতে ৯৩১, বরিশালে ৩৮০, সিলেটে ৪০৭, দিনাজপুরে ৭৩৩, কুমিল্লায় ৬৫৫, ময়মনসিংহে ৩৫৬ এবং যশোর শিক্ষা বোর্ডে ৬২৪ জন অনুপস্থিত ছিল।

অন্যদিকে উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ৪ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে দিনাজপুর বোর্ডে ২ জন এবং রাজশাহী ও বরিশাল বোর্ডে একজন করে। তবে পরীক্ষার দায়িত্বে থাকা কোনো পরিদর্শক বহিষ্কার হননি।

Link copied!