সাত কলেজের অবরোধ

ঢাকা মেডিকেলে ৭ শিক্ষার্থী; হেক্সিসল খেয়েছিলেন ২ জন

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৭, ২০২৩, ১১:০৯ পিএম

ঢাকা মেডিকেলে ৭ শিক্ষার্থী; হেক্সিসল খেয়েছিলেন ২ জন

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

আবারও নির্ধারিত সিজিপিএ শর্ত শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন দেওয়ার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি ডাক দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনরত অবস্থায় ৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তৎক্ষণাৎ তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

৭ জনের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে বলে দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।

অসুস্থরা হলেন- বদরুন্নেসা কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সোনিয়া আক্তার (২৩); কবি নজরুল কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের তৌকিবুর হাসান বাপ্পি (২৪) ও সাদেক বাপ্পি (২৩); তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের মাহবুব প্লাবন (২৩), বাংলা কলেজের অ্যাকাউন্টিং বিভাগের চতুর্থ বর্ষের রাজিব ইসলাম (২৩); ঢাকা কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শাহরিয়ার মাহমুদ অপু (২৪) ও ইয়াছিন আলী সাগর (২৫)। 

আরও পড়ুন: কাফনের কাপড় পরে শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ; অসুস্থ হয়ে পড়েছে দুই শিক্ষার্থী

এদের মধ্যে সোনিয়া আক্তার ও শাহরিয়ার মাহমুদ অপুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ আলাউদ্দিন গণমাধ্যমকে জানান, কয়েকজন শিক্ষার্থী হাসপাতালে আনা হয়েছে এরমধ্যে দুজন হেক্সিসল খেয়েছে  তবে তারা শংকামুক্ত। তাদের দুজনকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সিজিপিএ শর্ত পূরণ না করলে আবার সব বিষয়ে পরীক্ষা দিতে হবে— এটি বৈষম্যমূলক সিদ্ধান্ত। আমরা এ অযৌক্তিক সিদ্ধান্ত মানি না। আমরা প্রতিনিয়ত আন্দোলন করছি। তবে প্রশাসন বিষয়টি নিয়ে কোনো কিছু বলছে না। সমাধান না আসা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এই কলেজগুলোতে প্রায় দুই লাখ শিক্ষার্থী রয়েছেন। 

Link copied!