জবি শিক্ষার্থী অবন্তিকার মৃত্যু

অভিযুক্ত সহকারী প্রক্টর বরখাস্ত, শিক্ষার্থী বহিষ্কার

জাতীয় ডেস্ক

মার্চ ১৬, ২০২৪, ১১:১৯ এএম

অভিযুক্ত সহকারী প্রক্টর বরখাস্ত, শিক্ষার্থী বহিষ্কার

ছবি: সংগৃহীত

সহকারী প্রক্টর ও সহপাঠীকে দায়ী করে ফেসবুকে পোস্ট দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বিক্ষোভের মুখে অভিযুক্ত শিক্ষার্থী আম্মান সিদ্দিকীকে সাময়িক বহিষ্কার ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. সাদেকা হালিম।

শুক্রবার (১৫ মার্চ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আইন বিভাগের শিক্ষার্থী ফাইরজ অবন্তিকা আত্মহত্যা করে। এর পর থেকে জবি ক্যাম্পাসে ফুঁসে ওঠে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মূল ফটকে অবস্থান নিয়ে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই মধ্যরাতে ক্যাম্পাসে আসেন উপচার্য সাদেকা হালিম। একই সময় তিনি বলেন, ‘এ ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। অতীতের সব যৌন হায়রানির ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে সহপাঠী আম্মান সিদ্দিকী ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে আত্মহত্যার কথা জানান অবন্তিকা। পরে কুমিল্লায় নিজ গৃহে আত্মহত্যার চেষ্টা করেন আইন বিভাগের ওই শিক্ষার্থী। পরে তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Link copied!