ফেব্রুয়ারি ২৩, ২০২৪, ০২:৪৮ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের আন্ডার গ্রাজুয়েট কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। ১ লাখ ২২ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নিয়েছে। এর বিপরীতে আসন সংখ্যা ২৯৩৪।
আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় সময় কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শেষ হয়েছে সাড়ে ১২টায়। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতটি বিভাগীয় পর্যায়ের বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বেলা সোয়া এগারোটার দিকে সামাজিক বিজ্ঞান ভবনের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন ও অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এই ভর্তি পরীক্ষায় ঢাকাসহ দেশের অন্য ৭টি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২.৯৩৪ টি আসনের বিপরীতে ১,১২,২৭৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। যথাযথভাবে নিয়মনীতি অনুসরণ করে স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যে কোনো প্রতারক চক্রের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা ও সচেতনতা অবলম্বন করার জন্য অভিভাবক, পরীক্ষার্থী এবং আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
কয়েকজন ভর্তিচ্ছু শিক্ষার্থীর সাথে কথা হয় দ্য রিপোর্ট লাইভের সাথে। উত্তরা থেকে আসে কমল খান বলেন, আর পরীক্ষা খুবই ভালো হয়েছে। পরীক্ষায় ৬০ টি এমসিকিউ ছিল প্রত্যেকটি দাগিয়েছি। পরীক্ষার সার্বিক সার্বিক পরিবেশ নিয়ে উক্ত ভর্তিচ্ছু বলেন, পরিবেশ অনেক ভালো ছিল। তবে প্রশ্ন ফাঁসের ব্যাপারে কিছু জানেন না বা শোনেন নি বলে জানান কমল।
এদিকে মতিঝিল থেকে আসা নুসরাত সাদিয়া বলেন, আশানুরূপ হয়নি তবে চান্স পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী। পরীক্ষার হল খুঁজে পাওয়া নিয়ে একটু সমস্যায় পড়েছিলাম কিন্তু ক্যাম্পাসে কিছু বড় ভাই আমাকে সাহায্য করেছিলেন। আমি গর্বিত ঢাবিয়ান হবো ইনশাল্লাহ।
আগামীকাল ২৪ ফেব্রুয়ারি (শনিবার) ব্যবসায় শিক্ষা ইউনিট, ১ মার্চ (শুক্রবার) বিজ্ঞান ইউনিট এবং ৯ মার্চ (শনিবার) চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।