নাশকতা না করতে শিক্ষার্থীদের নির্দেশ দিলো ঢাবি প্রশাসন

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৫, ২০২৪, ০৯:১২ পিএম

নাশকতা না করতে শিক্ষার্থীদের নির্দেশ দিলো ঢাবি প্রশাসন

ছবি: ঢাবি জনসংযোগ দপ্তর

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে দিনভর দফায় দফায় সংঘর্ষ ও হামলার মধ্যে বিকেল পাঁচটার দিকে জরুরি বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখতে পাঁচটি সিদ্ধান্তের কথা বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের (পিআরও) পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নাশকতামূলক কাজে কেউ জড়িত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও বলা হয়েছে, শিক্ষার্থীরা স্ব স্ব হলে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন, প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকরা শিক্ষার্থীদের নিরাপত্তায় সার্বক্ষণিক হলে অবস্থান করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, হলগুলোতে কোনও বহিরাগত অবস্থান করতে পারবেন না, যেকোনও ধরনের গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হচ্ছে এবং সবাইকে নাশকতা থেকে বিরত থাকতে বলা যাচ্ছে।

সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণের জন্য আহ্বান জানানো হয়।

Link copied!