প্রতীকী ছবি
১১ আগস্ট থেকেও নতুন সময়সূচি অনুযায়ী শুরু হচ্ছে না পিছিয়ে পড়া এইচএসসি পরীক্ষা। দেশের চলমান পরিস্থিতি ও থানায় রাখা প্রশ্নপত্রের ট্রাঙ্ক ক্ষতিগ্রস্ত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৭ আগস্ট) এ বিষয়ে নোটিশ জারি হতে পারে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র গত ১৮ জুলাই স্থগিত হয় এইচএসসি পরীক্ষা। এরপর ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষাও স্থগিত হয়। এরপর আরেক দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়।
পরে সিদ্ধান্ত হয়, ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। তার আগ পর্যন্ত সব শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো স্থগিত করা হয়।