ঢাবিতে অনুষ্ঠিত হলো দেশের প্রথম সিএএস একাডেমিক সম্মেলন

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সেপ্টেম্বর ২৭, ২০২৩, ০৪:৫৫ এএম

ঢাবিতে অনুষ্ঠিত হলো দেশের প্রথম সিএএস একাডেমিক সম্মেলন

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-তে  দেশের প্রথম সিএএস একাডেমিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । ঢাবির ফার্মেসি বিভাগ ও আমেরিকান কেমিক্যাল সোসাইটির সিএএস (কেমিক্যাল আ্যবস্ট্র‍্যাক্ট সার্ভিস) বিভাগের উদ্যোগে এবং ঢাবি কেন্দ্রীয় লাইব্রেরীর সহযোগিতায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি এই সম্মেলনের  উদ্বোধন করেন। অনুষ্ঠানে  তিনি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য মৌলিক ও বৈজ্ঞানিক গবেষণা পরিচালনার উপর গুরুত্বারোপ করে বক্তৃতা প্রদান করেন।

শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষার্থীরা এই সম্মেলন থেকে বৈজ্ঞানিক গবেষণা ও আবিষ্কারের ক্ষেত্রে বিভিন্ন নতুন নতুন কৌশল সম্পর্কে জানতে পারবেন বলে উপাচার্য আশা প্রকাশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার সম্মেলনের সভাপতিত্ব করেন।এছাড়াও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক ড. মো. নাসিরউদ্দিন মুন্সী, ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান, থাইল্যান্ডের চুলালংকর্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তিরাউত ভিলাইভান, সিএএস-এর সিনিয়র আঞ্চলিক পরিচালক মিস জো-আন চিয়া এবং আঞ্চলিক ব্যবস্থাপক আন্দ্রে ম্যাকি।

তাঁরা সকলেই আশা ব্যক্ত করেন যে সিএএস সাইফাইন্ডার পদ্ধতির মাধ্যমে গবেষকেরা ফলপ্রসূ বৈজ্ঞানিক গবেষণা করতে পারবেন।

Link copied!