যৌন নিপীড়নের দায়ে জবি শিক্ষক বহিষ্কার, বিভাগীয় প্রধানকে অব্যাহতি

জাতীয় ডেস্ক

মার্চ ২১, ২০২৪, ০৭:১৭ পিএম

যৌন নিপীড়নের দায়ে জবি শিক্ষক বহিষ্কার, বিভাগীয় প্রধানকে অব্যাহতি

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন স্টাডিজ বিভাগের প্রভাষক আবু সাহেদ ইমনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে শিক্ষার্থীকে অসহযোগিতা করায় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জুনায়েদ হালিমকেও চেয়ারম্যান পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে এক জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম।

সভা শেষে জবি উপাচার্য সাদেকা হালিম বলেন, ‘যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের দেয়া প্রতিবেদনে যৌন হয়রানি ও মানসিক নির্যাতন প্রমাণিত হওয়ায় সিন্ডিকেট এই সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষকের বিরুদ্ধে ভুক্তভোগী শিক্ষার্থীর দায়ের করা অভিযোগের প্রাথমিক সত্যতা থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

অবন্তিকার মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের সাময়িক বহিষ্কারাদেশ নিয়ে আলোচনা চলছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের শিক্ষার্থী অবন্তিকার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামের সাময়িক বহিষ্কারাদেশ নিয়ে সিন্ডিকেট সদস্যদের সঙ্গে আলোচনা হয়েছে।

Link copied!