জুন ৩, ২০২৪, ০৮:১১ পিএম
সমসাময়িক সময়ে দুইটি তুমুল আলোচিত ঘটনা উঠে এসেছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিড টার্মের প্রশ্নপত্রে।
সামাজবিজ্ঞান বিভাগের ২০২৩ শিক্ষা বর্ষের মার্স্টাস শ্রেণির ‘থিউরিস অফ সোশ্যাল চেঞ্জ’ বা সমাজ পরিবর্তন তত্ত্ব (এসওসি ৫০২) বিষয়ের মিডটার্মের প্রশ্নপত্রের প্রথম দুটো প্রশ্নেই রয়েছে সাম্প্রতিক সময়ের এই দুটো চাঞ্চল্যকর
ঘটনা।
ফেসবুকের ‘দ্য বিউটি অফ ডিউ ক্যাম্পাস’ নামের একটি পেইজে আপলোড করা হয় প্রশ্নপত্রটি।
‘প্রেমের ফাঁদে ফেলে ৫ কোটি টাকায় বাংলাদেশের সংসদ খুন’ এই শিরোনামে ২৪ মে তে ভারতীয় গণমাধ্যম মাধ্যম এনডিটিভির প্রকাশিত খবরটির অনেকটা অংশ উদ্বৃত করে, প্রথম প্রশ্নটিতে শিক্ষার্থীদের ঘটনাটিকে সমসাময়িক বাংলাদেশের সামাজিক পরিবর্তনকে মার্ক্স, ফ্রয়েড, মার্কুজা এবং হার্ভির তত্ত্বের আলোকে বিচার করতে বলা হয়েছে।
২য় প্রশ্নটিতে, ২৯ মে সময় টিভির প্রকাশিত খবর ‘বেনজির দুর্নীতি: দুদকের অতি তৎপরতায় কী বার্তা দিচ্ছে সরকার’ শিরোনামসহ অংশবিশেষ উদ্বৃত করে, শিক্ষার্থীদেকে মার্ক্স এবং হার্ভির তত্ত্ব অনুযায়ী বাংলাদেশে সম্পদ অর্জনের কৌশল বিশ্লেষণ করতে বলা হয়েছে।
সেইসঙ্গে ফেইসবুকে পোস্ট করা প্রশ্ন পত্রটির তৃতীয় প্রশ্নটিতে দেখা যায়, ইংরেজি অনুবাদে রামায়নের ৩.৪৬ এর ২০-২১ স্লোকে সীতার লাস্যময়ী বর্ণনা। সেটি উল্লেখ করে, প্রাচীন ভারতের সংস্কৃতিতে কাম-বাসনার ফ্রয়েডিও বহি:প্রকাশকে ব্যাখ্যা করতে বলা হয়েছে।
তিন ঘণ্টাব্যাপী ৪০ নম্বরের পরীক্ষাটির প্রশ্নপত্র ইতোমধ্যেই তুমুল আলোড়ন তৈরি হয়েছে ফেসবুকের পোস্টটিতে।