চবিতে কোটা আন্দোলনের সমন্বয়কারী রাফিকে ‘হত্যার হুমকি’

জাতীয় ডেস্ক

জুলাই ৯, ২০২৪, ০৮:১২ এএম

চবিতে কোটা আন্দোলনের সমন্বয়কারী রাফিকে ‘হত্যার হুমকি’

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়কারী তালাত মাহমুদ রাফিকে হৃদয় আহমেদ রিজভী নামের এক ছাত্রলীগ কর্মী  ‘হত্যার হুমকি’ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

রিজভী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সিএফসি গ্রুপের কর্মী।

এদিকে, চবি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়কারী তালহা রাফি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নেত্রকোণার মোহনাগঞ্জ উপজেলায়।

গত ৫ জুন হাইকোর্ট কোটা পুনর্বহালের রায় দেওয়ার পর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছেন রাফি। রাফির নানাও একজন মুক্তিযোদ্ধা।

রোববার (৭ জুলাই) রাতে সাংবাদিকদের কাছে পাঠানো এক অডিও বার্তা ও ফেসবুকে পোস্টে হুমকির ব্যাপারে রাফি বলেন, “রোববার রাত সাড়ে দশটার দিকে তার বাবাকে কল করে অজ্ঞাতনামা এক ব্যক্তি বলেন, “যদি আপনার সন্তান কোটা বিরোধী আন্দোলন থেকে ফিরে না আসে, তাহলে চট্টগ্রাম থেকে আপনার ছেলে ফিরবে না, তার লাশ ফিরবে। অথবা কোথাও না কোথাও আপনার ছেলের লাশ পড়ে থাকবে, অ্যাম্বুলেন্সে করে বাসায় ফিরবে।”

ভিডিও বার্তায় রাফি বলেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। অনেক প্রতিকূলতা আছে, প্রতিকূলতা আসবে, আমরা রাজপথে ছিলাম, আমরা রাজপথে থাকব।”  

রাফি আরও বলেন, “এই মুহূর্তে আমি নিরাপত্তার অভাবে ভুগছি। জানতে পেরেছি, হুমকি দেওয়া ব্যক্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমি নিজের ও আন্দোলনকারীদের নিরাপত্তা চাই।”

বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, হুমকি দেওয়া নম্বরটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হৃদয় আহমেদ রিজভীর। এছাড়া ট্রু কলারেও হৃদয়ের নাম দেখাচ্ছে। তিনি চবি ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) গ্রুপের কর্মী। বিশ্ববিদ্যালয়ে এই গ্রুপের কর্মীরা শাহ আমানত হলে চারতলার একটি কক্ষে থাকেন। তবে হুমকির বিষয়ে জানতে চেয়ে হৃদয়কে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। 

Link copied!