সেপ্টেম্বর ৪, ২০২৫, ১২:৩১ পিএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশের পর সামনে এসেছে বেশ কিছু অসঙ্গতি। ভোটার তালিকায় উঠেছে সহকারী প্রক্টর, কর্তব্যরত শিক্ষকের নাম। ছাত্রীদের হলে ভোটারের তালিকায় নাম আছে ছাত্রদের।
গত সোমবার বিকেল সাড়ে পাঁচটায় তালিকাটি প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ২৫ হাজার ৮৬৬ শিক্ষার্থী। নির্বাচন কমিশনার জানিয়েছে, চূড়ান্ত তালিকায় ত্রুটি বাদ দেওয়া হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ইতিহাস বিভাগের শিক্ষক নুরুল হামিদের নাম এসেছে চাকসুর খসড়া ভোটার তালিকায়। একই বিভাগের শিক্ষক রন্টু দাশও আছেন তালিকায়। এ ছাড়া শহীদ ফরহাদ হল ছাত্রদের জন্য হলেও সেই হলের ভোটার তালিকায় আছে পরিসংখ্যান বিভাগের পাঁচ ছাত্রীর নাম।
খসড়া তালিকার পর এসব ভুল নিয়ে শুরু হয়েছে গুঞ্জণ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা।
ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার হোসাইন বলেন, যারা এই ভোটার তালিকা প্রণয়ন করেছেন, এটা তাদের কারিগরি ভুল হতে পারে। এটা ভালো করে দেখা উচিত ছিল। বেশ কিছু ভুল আমার চোখেও পড়েছে।
সাংবাদিকতা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাবিদুল ইসলাম বলেন, এটা দ্রুত সময়ের মধ্যে ঠিক করতে হবে। আশা করি এসব ভুল সংশ্লিষ্টদের চোখে পড়েছে।
খসড়া তালিকা অনুযায়ী, চাকসুতে মোট ভোটার ২৫ হাজার ৮৬৬ জন। তবে তালিকায় কতো জন নারী এবং কতো জন পুরুষ সেটি বলা হয়নি। সবচেয়ে বেশি শিক্ষার্থী অর্থনীতি বিভাগে ৮৯৪ জন। আর সবচেয়ে কম জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণাকেন্দ্রে ৩৩ জন।
নির্বাচন কমিশনার জানিয়েছেন, চূড়ান্ত তালিকায় চিহ্নিত অসঙ্গতি দূর করা হবে। তবে কেউ যাতে বাদ না পড়েন সেই ব্যাপারে বেশি সর্তকতার কথা জানিয়েছে কমিশন।
চাকসু-২০২৫ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, যেহেতু এটা খসড়া তালিকা তাই ভুল সংশোধনের সুযোগ আছে। শিক্ষার্থীদের যেকোনো অভিযোগ আমরা গ্রহণ করব। তারপর সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এবারের চাকসু নির্বাচনে গঠনতন্ত্রে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। পদ সংখ্যা, ভোটার কারা হতে পারবেন এসব বিষয়েও কিছু পরিবর্তন এসেছে। অংশীজনদের সাথে আলাপ শেষে সিন্ডিকেটে পাস করা হয়েছে এই সংশোধিত গঠনতন্ত্র। তাই যেকোনো অসঙ্গতি দূর করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
চবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, আমরা পুরোনো গঠনতন্ত্রকে সবার সাথে আলোচনা সাপেক্ষে সংশোধন করেছি। নির্বাচন কমিশন যাতে সুন্দরভাবে তাদের কাজ করতে পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এক্ষেত্রে সামনেও সব ধরনের সহযোগিতা করা হবে।
১১ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এর আগে ২৮ আগস্ট চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর।