আগস্ট ১৫, ২০২৪, ১১:১৩ এএম
স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। এরই মধ্যে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা (মাউশি) বোর্ডের ওয়েবসাইটে স্থগিত হওয়া এসব পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা (মাউশি) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল বাশারের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: প্রাথমিকের পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, থানাগুলোতে প্রশ্নপত্র ছিল। জুলাই থেকে শুরু হওয়া বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন একাধিক থানায় হামলা ও অগ্নি সংযোগ হয়। এতে প্রশ্নপত্র নষ্ট হয়ে যায়। সেজন্য নতুন করে আবার প্রশ্নপত্র ও রুটিন তৈরি করতে হয়েছে। এ ছাড়া বন্যার কারণে সিলেট বিভাগে কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত ছিল। সেগুলো নতুন করে নেওয়ার পরিকল্পনা হয়েছে।
এর আগে গত ৩০ জুন সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার কারণে গত ১৮, ২১, ২৩ ও ২৫, ২৮ জুলাই এবং ১ ও ৪ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষ ১১ আগস্ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে সেটাও স্থগিত করা হয়।
এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন সময়সূচি