জুলাই ১৩, ২০২৪, ০১:০৬ পিএম
সর্বজনীন পেনশন তহবিলের ‘প্রত্যয়’ স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতি পালনরত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শুরু করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ধানমন্ডিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। জানানো হয়েছে, বৈঠক শেষ সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে।
সকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক নিজামুল হক ভূইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রহিমসহ দশ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে যোগদান করেন।
অন্যদিকে বৈঠকে ওবায়দুল কাদেরের সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী সামসুন্নাহার চাঁপা, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি বিপ্লব বড়ুয়া।
পূর্বঘোষণা অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম দিন থেকেই ‘প্রত্যয়’ স্কিম চালু হয়েছে। তাতে যুক্ত হলে অবসরপরবর্তী আর্থিক সুবিধা কমে যাওয়ার আশঙ্কায় আন্দোলনে নেমেছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা। গত ১ জুলাই থেকে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা।