সাঈদীর মৃত্যুতে পোস্ট: আরেক ছাত্রলীগ নেতা বহিষ্কার

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২৩, ০১:৪২ এএম

সাঈদীর মৃত্যুতে পোস্ট: আরেক ছাত্রলীগ নেতা বহিষ্কার

সংগৃহীত ছবি

একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু সাজাপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইকরামুল কবির দ্বীপকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) ছাত্রলীগ যবিপ্রবি শাখার সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক তানভীর ফয়সালের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তাঁকে স্থায়ী বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশও করা হয়। 

এত দিন পর বহিষ্কারাদেশ রাজনৈতিক উদ্দেশ্যমূলক দাবি করে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা বলেন, আমার ছবি ও নাম ব্যবহার করে ভুয়া আইডি থেকে এই পোস্ট করা হয়েছে।

বহিষ্কারের সুনির্দিষ্ট কোনো কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ না করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কাজে জড়িত থাকায় দ্বীপকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং কেন্দ্রীয় কমিটির কাছে স্থায়ী বহিষ্কারের অনুরোধ করা হয়েছে।

মতাদর্শের বিরোধের কারণে ষড়যন্ত্র করে তাঁকে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ করে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা ইকরামুল কবির দ্বীপ বলেন, ‘ঢাকায় ছাত্রলীগের সমাবেশে ক্যাম্পাসের নেতা-কর্মীদের পৃথকভাবে নিয়ে যাওয়াতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি-সম্পাদক ক্ষুব্ধ হন। সেই কারণে চক্রান্ত করে সাঈদীর মৃত্যুর এত দিন পর আমাকে বহিষ্কার করা হয়েছে। এত দিন পর বহিষ্কার করা রাজনীতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’।

Link copied!