প্রাথমিক ১০ রমজানের পর, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে ১৫ রমজানের পর

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২৪, ০২:৫৬ পিএম

প্রাথমিক ১০ রমজানের পর, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে ১৫ রমজানের পর

সংগৃহীত প্রতীকী ছবি

আগামী ১০ রমজান পর্যন্ত প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান ও ১৫ রমজান পর্যন্ত মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ চালু থাকবে। শিখন ঘাটতি মেটাতে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

নতুন শিক্ষাপঞ্জি অনুসারে, আগামী ১১ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোর শ্রেণি কার্যক্রম চালু থাকবে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিখন ঘাটতি পূরণে রমজানের প্রথম ১০ দিন প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে।

চাঁদ দেখা যাওয়া সাপেক্ষে আগামী ১১ মার্চ থেকে ইসলাম ধর্মাবলম্বীদের মাসব্যাপী সিয়াম সাধনা করার রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। 

Link copied!