পদোন্নতি পেলেন রাবির হিজাবকাণ্ডে অব্যাহতিপ্রাপ্ত সেই শিক্ষক

জাতীয় ডেস্ক

জুন ৫, ২০২৪, ০১:৪৫ পিএম

পদোন্নতি পেলেন রাবির হিজাবকাণ্ডে অব্যাহতিপ্রাপ্ত সেই শিক্ষক

ছবি: সংগৃহীত

শ্রেণিকক্ষে ছাত্রীদের  হিজাব-নেকাব খুলতে বাধ্য করা ও  ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করায় একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি পাওয়া শিক্ষক হাফিজুর রহমানকে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

সোমবার (৩ জুন) বিশ্ববিদ্যালয়ের ৫৩১তম সিন্ডিকেট সভায় তাকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, “একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতির বিষয়টি বিভাগ উল্লেখ করেছে। আবার বিভাগেরই পরিকল্পনা কমিটি তার পদোন্নতির জন্য সুপারিশও করেছে। ফলে নিয়ম মেনেই পদোন্নতি পেয়েছে।”

ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বলেন, “বিভাগের পরিকল্পনা কমিটির পক্ষ থেকে তার পদোন্নতির সুপারিশ করা হয়েছিল। এর আগে তাকে অব্যাহতির সুপারিশও করা হয়েছিল। সিন্ডিকেটে তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। তাছাড়া অব্যাহতির সুপারিশটি আমলে নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে বলে জেনেছি। তবে দাপ্তরিকভাবে এখনও কিছু পাইনি।”

উল্লেখ্য, গত ১১ মার্চ ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ড. হাফিজুর রহমানের বিরুদ্ধে আপত্তিকর বার্তা ও হিজাব নিয়ে কটাক্ষের অভিযোগ ওঠে। এ নিয়ে এই শিক্ষককে বহিষ্কারের দাবিতে দফায় দফায় আন্দোলন করেন শিক্ষার্থীরা। নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়ায় বিভাগের একাডেমিক কার্যক্রম থেকে পাঁচ বছর তাকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতির মাঝেই গত ৩ জুন বিশ্ববিদ্যালয়ের ৫৩১তম সিন্ডিকেট সভায় তাকে পদোন্নতি দেওয়া হয়। 

Link copied!