কোটা আন্দোলন

ঢাবি উপাচার্যের বাড়ির সামনে বিক্ষোভ, আজকের মত আন্দোলন সমাপ্ত

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৬, ২০২৪, ০৯:২৮ পিএম

ঢাবি উপাচার্যের বাড়ির সামনে বিক্ষোভ, আজকের মত আন্দোলন সমাপ্ত

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করেছেন আন্দোলনকারীরা। সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। পুলিশ আন্দোলনকারীদের সামনে ব্যারিকেড দিয়ে রাখে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কয়েকশত শিক্ষার্থী উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হন। তাদের প্রায় সবার হাতে লাঠি দেখা গেছে।

উপাচার্যের বাসভবনের সামনে থেকে শিক্ষার্থীরা টিএসসির দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাঁধা দেয়। 

আন্দোলনকারীরারা পুলিশের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেন, ‍‍`আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই।‍‍` 

উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের মারধরে একজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে শহীদ মিনারের সামনেও আন্দোলনকারীদের একটি অংশ অবস্থান নিয়েছে। পূর্বে শহীদ মিনারে আন্দোলনকারীদের মুখপাত্র নাহিদ হাসান আন্দোলন আজকের মত শেষ করার ঘোষণা দিলেও অনেক শিক্ষার্থী তার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নেই বলে মন্তব্য করেন।  

এরপরই কর্মসূচি ঘোষণা ছাড়াই আজকের মতো আন্দোলন স্থগিত ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারীরা। রাত সাড়ে ৮টার পর ভিসি চত্বর থেকে আন্দোলন সমাপ্তির ঘোষণা দেন কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়কারী হাসনাত আব্দুল্লাহ। তবে রাত ১০টার দিকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি এসময় জানান।

Link copied!