মার্চ ২৫, ২০২৪, ০৮:৩১ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামজিক অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা ইরশাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্যানেল নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে নতুন ডিন নিয়োগ পাবেন তবে আপাতত মরহুম জিয়া রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা ইরশাদকে ভারপ্রাপ্ত ডিন হিসেবে মনোনীত করেছেন উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।
এদিকে, অধ্যাপক জিয়া রহমানের মৃত্যুর পর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে শঙ্কায় ছিলেন পরীক্ষার্থীরা। কিন্তু এ ঘটনায় ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশে বিলম্ব হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানতে চাইলে ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক রাশেদা ইরশাদ জানান, আমি প্রয়াত জিয়া স্যারের অসমাপ্ত কাজ সঠিক ভাবে সম্পন্ন করতে চাই।
ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ সম্পর্কে তিনি বলেন, একটা খুশির খবর হলো আমি আজ কিছুক্ষণ আগে প্রশাসনিক ভবনে ফলাফল জমা দিয়ে এসেছি। আমার এখান থেকে কাজ শেষ। প্রশাসনিক ভবন থেকে মূল্যায়নের পর হয়তো তিন থেকে চারদিনের মধ্যে ফলাফল প্রকাশিত হবে।