জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক নূরুল আলম পদত্যাগ করেছেন। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, প্রভোস্ট কমিটির সভাপতি ও রেজিস্ট্রারও পদত্যাগ করেছেন।
বুধবার (৭ আগস্ট) রাত আটটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ বি এম আজিজুর রহমান। তিনি জানান, ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তারা সবাই পদত্যাগ করেছেন।
এর আগে দুপুরে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা।
পদত্যাগপত্রে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম লেখেন, রাষ্ট্রপতির আদেশে ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আমাকে নিয়োগ দেওয়া হয়। সে অনুসারে আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেষ্ট ছিলাম। ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ ছাড়লাম।
একইভাবে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, প্রভোস্ট কমিটির সভাপতি ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ছায়েদুর রহমান ও চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হাসান।