ইডেন মহিলা কলেজে ছাত্র রাজনীতি আজীবনের জন্য নিষিদ্ধ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৮, ২০২৪, ০১:০৩ পিএম

ইডেন মহিলা কলেজে ছাত্র রাজনীতি আজীবনের জন্য নিষিদ্ধ

ছবি: সংগৃহীত

ইডেন মহিলা কলেজে আনুষ্ঠানিকভাবে আজীবনের জন্য ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) অধ্যক্ষের কার্যালয় থেকে শিক্ষার্থীদেরকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। অধ্যক্ষ্য অধ্যাপক ফেরদৌসী বেগমের সই করা অঙ্গীকারনামায় বলা হয়েছে, শিক্ষক ও শিক্ষার্থীদের সিদ্ধান্ত অনুযায়ী ইডেন মহিলা কলেজকে ছাত্র রাজনীতিমুক্ত ঘোষণা করা হলো। সব ধরনের রাজনৈতিক সংগঠন যেমন ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, জামায়াতে ইসলামী এবং জঙ্গি সংগঠন, হিযবুত তাহরিক ও অন্যান্য সব রাজনৈতিক সংগঠন এই কলেজে আজীবনের জন্য নিষিদ্ধ করা হলো।

এই সিদ্ধান্ত বাস্তবায়নে আরও ছয়টি উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ হলো- ইডেন মহিলা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে ছাত্ররাজনীতিমুক্ত ক্যাম্পাস লেখা থাকবে, এ ব্যাপারে কর্তৃপক্ষের দায়িত্বে পরবর্তীতে গেজেট প্রকাশের ব্যবস্থা নেওয়া হবে, প্রতিষ্ঠানের অধ্যক্ষ-উপাধ্যক্ষ ও সব শিক্ষক নিজ দায়িত্বে গণমাধ্যমে ইডেন মহিলা কলেজকে রাজনীতি মুক্তের ঘোষণা দেবেন, ভর্তির সময় শিক্ষার্থীদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি না করার অঙ্গীকারনামা দিতে হবে, কোনও শিক্ষার্থীকে যদি ক্যাম্পাসের অভ্যন্তরে রাজনৈতিক সম্পৃক্ততা বা কর্মকাণ্ডে দেখা যায় তবে যথাযথ ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ এবং কোনও রাজনৈতিক সংগঠন যদি ইডেন মহিলা কলেজে কমিটি গঠন বা প্রকাশ করে সেটা গ্রহণযোগ্য হবে না। ইডেন মহিলা কলেজের নাম ব্যবহার করেও কোনও ধরনের রাজনীতি চলবে না।

Link copied!