ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

মার্চ ১, ২০২৪, ০৪:১৮ পিএম

ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের আন্ডার গ্রাজুয়েট বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। বিজ্ঞান ইউনিটে আসন রয়েছে এক হাজার ৮৫১টি। এ জন্য আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৮৩জন। আসন প্রতি প্রায় ৬৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় সময় বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শেষ হয়েছে সাড়ে ১২টায়। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতটি বিভাগীয় পর্যায়ের বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বেলা সোয়া এগারোটার দিকে সামাজিক বিজ্ঞান ভবনের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন ও অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘এই ভর্তি পরীক্ষায় ঢাকাসহ দেশের অন্য ৭টি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১৮৫ টি আসনের বিপরীতে ১,২২,১৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। যথাযথভাবে নিয়মনীতি অনুসরণ করে স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।’ সুষ্ঠু ভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।

কয়েকজন ভর্তিচ্ছু শিক্ষার্থীর সাথে দ্য রিপোর্ট ডট লাইভের সাথে কথা হয়। আলিম নামে একজন পরীক্ষার্থী বলেন, ‘আমার পরীক্ষা খুবই ভালো হয়েছে। প্রশ্ন মোটামুটি সহজ হয়েছে। ’

আরেকজন পরীক্ষার্থী জান্নাত আক্তার বলেন, ‘প্রস্তুতি অনুযায়ী পরীক্ষা ভালো হয়নি। তবে, পরীক্ষার হলের পরিবেশ আমার খুব ভালো লেগেছে। ঢাবির সকল কিছুই আমার খুবই পছন্দের।’

আগামী ৯ মার্চ (শনিবার) চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শেষ হবে এবারের পরীক্ষার ভর্তিযজ্ঞ। 

Link copied!