এইচএসসি পরীক্ষা নির্ধারিত তারিখেই শুরু হবে: শিক্ষামন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৮, ২০২৩, ০৪:৩৮ পিএম

এইচএসসি পরীক্ষা নির্ধারিত তারিখেই শুরু হবে: শিক্ষামন্ত্রী

সংগৃহীত ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবির কোনো যৌক্তিকতা নেই মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি জানিয়েছেন পুনর্বিন্যাসকৃত সিলেবাসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় বাদে অন্যান্য বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে আগামী ১৭ আগস্ট থেকে শুরু হবে এইচএসসি পরীক্ষা।

মঙ্গলবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি পরীক্ষার আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আন্দোলনরত শিক্ষার্থীদের রাজপথ ছেড়ে পড়তে বসার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী।

চলতি বছরের এইচএসসির আইসিটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা হবে ৭৫ নম্বরে। ব্যবহারিকে থাকবে ২৫ নম্বর আর লিখিত অংশে থাকবে ৫০ নম্বর। লিখিত অংশে ৩০ নম্বর রচনামূলক ও এমসিকিউ অংশে ২০ নম্বর থাকবে।

মন্ত্রী আরও বলেন, এমসিকিউ অংশে ২৫টি প্রশ্ন থাকবে ২০টির উত্তর দিতে হবে। আর রচনামূলক অংশে ৮টি প্রশ্ন থাকবে তিনটির উত্তর দিতে হবে।

এদিকে শিক্ষার্থীদের দাবি, শুধু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নয়, অন্যান্য সব বিষয়েও ৭৫ নম্বরের মধ্যে পরীক্ষা নিতে হবে।

এর আগে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা দুইমাস পেছানোসহ চার দফা দাবিতে গতকাল সোমবার (৭ আগস্ট) রাজপথে নেমে আসে শিক্ষার্থীরা। 

Link copied!