বাকৃবিতে উপাচার্যসহ পদত্যাগ করলেন যারা

জাতীয় ডেস্ক

আগস্ট ১১, ২০২৪, ০৯:০১ পিএম

বাকৃবিতে উপাচার্যসহ পদত্যাগ করলেন যারা

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী ক্যাম্পাস ছেড়েছিলেন। তবে তার পদত্যাগের দাবিতে সোচ্চার ছিলেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। অবশেষে তিনি পদত্যাগ করেছেন।

রোববার (১১ আগস্ট) ব্যক্তিগত কারণ দেখিয়ে ড. এমদাদুল হক চৌধুরী সচিবালয়ে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার।

এ ছাড়া বাকৃবির উচ্চশিক্ষা ও গবেষণা কো-অর্ডিনেটর অধ্যাপক ড. আবু হাদী নূর আলী খান, কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সাইদুর রহমান, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. হারুন-অর-রশীদ, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আফরিনা মোস্তারি, পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. রফিকুল আলম পদত্যাগ করেছেন।

এর আগে, গত ৫ আগস্ট সরকার পতনের দিন বিকেলেই প্রক্টরিয়াল বডি পদত্যাগ করেন। 
 

Link copied!