ডিইউসিএসের চলচ্চিত্র প্রদর্শনীতে থাকবেন মার্কিন রাষ্ট্রদূত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সেপ্টেম্বর ১৮, ২০২৩, ১১:৫৩ পিএম

ডিইউসিএসের চলচ্চিত্র প্রদর্শনীতে থাকবেন মার্কিন রাষ্ট্রদূত

সমসাময়িক বিষয়াবলি সম্পর্কে তরুণদের সচেতন ও অনুপ্রাণিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সার্বিক সহযোগিতায় বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস ও এক্সপ্রেশনস লিমিটেডের ব্যবস্থাপনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে “প্রজন্ম ওয়েভ শর্টফিল্ম প্রদর্শনী সিজন -৩‍‍` । 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে দুপুর ৩টা থেকে অনুষ্ঠিত হবে এই শর্টফিল্ম প্রদর্শনী।

এই আয়োজনে শিক্ষার্থীদের সামনে সামাজিক সমস্যাবলী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আকারে তুলে ধরা হবে। উক্ত আয়োজনে উপস্থিত থাকবেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মাননীয় মডারেটর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরীসহ আরও অনেকে। 

এর আগে গত ১৭ ও ১৮ সেপ্টেম্বর টিএসসিতে ফিল্ম প্রদর্শনীতে অংশগ্রহণ করার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়। রেজিস্ট্রেশন হয় সম্পূর্ণ বিনামূল্যে। যাতে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী। রেজিস্ট্রেশন করা অংশগ্রহণকারীদের জন্য নোটপ্যাড, টিশার্ট ও খাবারের ব্যবস্থা করা হয়েছে।

Link copied!