প্লাটিনাম জুবিলী উপলক্ষে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বছরব্যাপী কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জানুয়ারি ২৬, ২০২৪, ০৪:৩১ পিএম

প্লাটিনাম জুবিলী উপলক্ষে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বছরব্যাপী কর্মসূচি

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

প্রতিষ্ঠার প্লাটিনাম জুবিলী (প্রতিষ্ঠার ৭৫ বছর) উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি প্রণয়ন করেছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন।আজ শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনস্থ অ্যালামনাই ফ্লোরে সংবাদ সম্মেলনে সংগঠনটির ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে গৃহীত পরিকল্পনা গুলো তুলে ধরা হয়।

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৭ জানুয়ারি ২০২৪ শনিবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রাক্তন ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ও বিভাগীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বর্তমান নেতৃবৃন্দের অংশগ্রহণে প্লাটিনাম জুবিলী‍‍`র উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয় আগামীকালের অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও প্রাক্তন সভাপতি জনাব এ. কে. আজাদ এম.পি, সাংস্কৃতিক সম্পাদক জনাব ফেরদৌস আহমেদ এম.পি, নির্বাহী কমিটির সদস্য জনাব মোঃ নাসের শাহরিয়ার জাহেদী এম.পি এবং একাদশ জাতীয় সংসদ উপ-নির্বাচনে বিজয়ী কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব মোঃ আফজাল হোসেন এম.পি ও মহিলা সংরক্ষিত আসনের অ্যারোমা দত্ত এম.পি- কে সংবর্ধনা প্রদান করা হবে।এছাড়াও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনে  অবদানের জন্য প্রাক্তন সভাপতি জনাব সৈয়দ মঞ্জুর এলাহী মহোদয়কে সম্মাননা প্রদান করা হবে।

বছর ব্যাপী কর্মসূচির ব্যাপারে জানানো হয়, প্লাটিনাম জুবিলী উপলক্ষে মিলন মেলার আয়োজন করা হবে। প্রধানমন্ত্রীকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়ে নভেম্বর ডিসেম্বরের মধ্যে এর আয়োজন করা হবে।

তাছাড়া, ১১ মে ২০২৪, শনিবার থেকে ১৭ মে ২০২৪ শুক্রবার পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে উদযাপন হবে অ্যালামনাই সপ্তাহ।
এসময় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বিগত দিনের কর্মকাণ্ডের আলোকচিত্র এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সকল প্রকাশনার প্রদর্শনী থাকবে।

প্রতিদিন বিকেল থেকে টিএসসিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বিগত দিনের সামগ্রিক কর্মকাণ্ডের তথ্যচিত্র প্রদর্শন করা হবে।

Link copied!