অবশেষে এসএসসি পরীক্ষা কেন্দ্রে বসছে সেই ১৫ শিক্ষার্থীর ১৪ জন

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৩০, ২০২৩, ০৩:১৪ পিএম

অবশেষে এসএসসি পরীক্ষা কেন্দ্রে বসছে সেই ১৫ শিক্ষার্থীর ১৪ জন

রেজিস্ট্রেশন পেপার ও প্রবেশপত্র না পাওয়ায় এবছর এসএসসি ও সমমান পরীক্ষা দেওয়া নিয়ে অনিশ্চিত ছিল নীলফামারীর টুপামারী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের আন্দোলনরত ১৫ শিক্ষার্থী। পরীক্ষায় বসার দাবিতে তাই আন্দোলন শুরু করে তারা। শনিবার রাতেই প্রবেশ পত্র পাওয়ায় তারা পরীক্ষায় বসতে পারছেন এসব শিক্ষার্থী। তবে ভুলক্রমে ফরম ফিলাপ না হওয়ায় এক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারছেন না।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন পেপার ও পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় শনিবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত স্কুলের বারান্দায় অবস্থান করার পর নীলফামারী-রামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

শনিবার রাত ১১ টা ১০ মিনিটে নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহারের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

রবিবার সকালে ইউএনও জেসমিন নাহার দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “শনিবার্ অতিরিক্ত চাপের কারণে বোর্ডের সার্ভারে সমস্যা থাকায় শিক্ষার্থীদের এডমিটকার্ডগুলো ডাউনলোড হচ্ছিল না। পরে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও প্রবেশপত্র  ডাউনলোড করে আমরা সেগুলো বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি।”

 

এদিকে,জেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, “টুপামারী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ১৬ জনের রেজিস্ট্রেশন ও প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছিলো না। এর মধ্যে ১৫ জন পরীক্ষার্থীর সমস্যা সমাধান হয়েছে। অন্যজনের ফরম ফিলাপ সম্পন্ন না হওয়ায় পরীক্ষা দিতে পারছে না।“  

Link copied!