অলিগলির স্কুল-কলেজে স্বাস্থ্যবিধি নিশ্চিতে গুরুত্বারোপ

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২১, ১২:১৭ পিএম

অলিগলির স্কুল-কলেজে স্বাস্থ্যবিধি নিশ্চিতে গুরুত্বারোপ

দেশের বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি অলিগলিতে গড়ে ওঠা স্কুল-কলেজগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। স্কুলগুলো সব নির্দেশনা মানছে কি-না, তা মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক।

রবিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এসময় মাউশি মহাপরিচালক বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার জন্য আমরা বেশ কিছু নির্দেশনা দিয়েছি। সেসব বাস্তবায়ন করা হয়েছে কি-না, তা খতিয়ে দেখতে গত এক সপ্তাহ ধরে মনিটরিং কাজ শুরু হয়েছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের মূল ফটক দিয়ে সারিবদ্ধ করে শিক্ষার্থীদের প্রবেশ করানো বড় চ্যালেঞ্জ। সেখানে শৃঙ্খলা বজায় রেখে যাতে সব শিক্ষার্থীকে সারিবদ্ধভাবে প্রবেশ করানো হয়, সেজন্য দিকনির্দেশনা রয়েছে। ভিকারুননিসায় সুশৃঙ্খলভাবে নির্দেশনা বাস্তবায়ন করছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের সব প্রস্তুতি শুধু করোনায় আপৎকালীন সময়ের জন্য নয়। পরবর্তীতে সুশৃঙ্খলভাবে যাতে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম করানো হয়, সেটি স্থায়ীকরণে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলেও এসব নির্দেশনাগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে অনুসরণ করা হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাউশি মহাপরিচালক বলেন, ‘রাজধানীর বড় বড় স্কুলগুলোর পাশাপাশি অলিগলিতে গড়ে ওঠা ছোট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আমাদের নজরদারি রয়েছে। আমাদের মনিটরিং টিম সেসব স্কুলের পরিদর্শন করেছে। সেখানে কোনো ধরনের সমস্যা থাকলে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। আশা করি, করোনা পরিস্থিতির মধ্যে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য সরকারের দেওয়া সব নির্দেশনা অনুসরণ করে স্কুল-কলেজে পাঠদান কার্যক্রম পরিচালিত হবে।’

এসময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Link copied!