ঈদুল আজহার পর এসএসসি ও সমমানের পরীক্ষা

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২২, ২০২২, ০৬:০১ পিএম

ঈদুল আজহার পর এসএসসি ও সমমানের পরীক্ষা

দেশের সিলেট, সুনামগঞ্জসহ বেশ কয়েকটি জেলায় নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় স্থগিত করা হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে ঈদুল আজহার পরই ওই পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক  গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সচিব মো. আবু বকর ছিদ্দীক  গণমাধ্যমকে জানান, “দেশে সার্বিক বন্যা পরিস্থিতির কারণে ঈদ উল আজহার আগে এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। এই পরীক্ষা ঈদের পর নেওয়া হবে। আমরা দ্রুতই রুটিন প্রকাশ করে পরীক্ষার বিষয়টি জানিয়ে দিবো।”

পরীক্ষা আয়োজনের জন্য অনেক প্রস্তুতির প্রয়োজন হওয়ায় ঈদুল আজহার আগে এসএসসি পরীক্ষা শুরু করা যাচ্ছে না উল্লেখ করে উচ্চশিক্ষা বিভাগের সচিব আরও বলেন, “এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ায় সেই প্রভাব এইচএসসি পরীক্ষার ওপরও পড়বে। কেননা দুটি পাবলিক পরীক্ষার মধ্যে অন্তত দুই মাসের বিরতি প্রয়োজন।”

প্রসঙ্গত, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা গত ১৯ জুন শুরু হওয়ার কথা ছিল। নির্ধারিত সূচি অনুযায়ী এসএসসি পরীক্ষা শেষ হত ৬ জুলাই। তবে সিলেটসহ সারা দেশে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ১৭ জুন এই পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় সরকার।

Link copied!