উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ভর্তিতে সমস্যা হবে না: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৩০, ২০২১, ১১:২০ পিএম

উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ভর্তিতে সমস্যা হবে না: শিক্ষামন্ত্রী

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের এইচএসসিতে ভর্তি হতে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “আমরা গতবারও দেখেছি, আমাদের আসন সংখ্যা অনেক ফাঁকা থেকে যায়। কাজেই সমস্যা থাকার কথা নয়। আশা করছি, অনেকেই কারিগরিতে যাবেন, ডিপ্লোমা করবেন।’

সংবাদ সম্মেলনে দীপু মনি বলেন, “এসএসসি যারা পাস করে, তাদের সবাই যে উচ্চ মাধ্যমিকে যায় তা নয়; আমরা আশা করছি, অনেকেই কারিগরিতে যাবেন, ডিপ্লোমা করবেন। এমনিতেই অনেক আসন সংখ্যা। কাজেই সমস্যা হওয়ার কথা নয়।”

পরীক্ষার্থীর সংখ্যা দুই লাখের বেশি বেড়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, “ জিপিএ-৫ এর সংখ্যাও বেড়েছে। পাসের হার যে বেড়েছে সেটার একটা কারণ হতে পারে যে, এবার পরীক্ষা তিনটি বিষয়ে নিয়েছি, সংক্ষিপ্ত সিলেবাসে নিয়েছি, প্রশ্নপত্রের বিকল্প অনেক বেশি ছিল। এসব কারণে পরীক্ষার্থীরা অনেক বেশি ভালো করেছে অন্য সময়ের চেয়ে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘২০২১ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৭৮ হাজার ৯৮ জন। তিন হাজার ৬৮৫টি কেন্দ্রে ২৯ হাজার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন অংশ নেয়। এর মধ্য উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। পরীক্ষায় অংশ নেয়নি ৩৭ হাজার ৭০৩ জন।

Link copied!