জুন ২৯, ২০২২, ০৩:৪৩ পিএম
পরীক্ষার উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লেখা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ৪ জুলাইয়ের মধ্যে নোটিসের জবাব দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বুধবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রক্টর বলেন, “তাকে কারণ দর্শাতে হবে; সে অপরাধ করেছে চারটি। প্রথমত, খাতা চুরি করেছে, তারপর শিক্ষকের স্বাক্ষর করার জায়গায় স্বাক্ষর করেছে, নম্বর বসিয়েছে। এরপর সেটি ফেইসবুকে ছেড়ে দিয়েছে।”
ইংরেজি বিভাগের প্রথম সেমিস্টারের ওই শিক্ষার্থীর অতিরিক্ত উত্তরপত্রের প্রথম পৃষ্ঠার ছবি গত সপ্তাহে ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে উত্তরের অংশে লেখা ছিল, ‘স্যার আজকে আমার মন ভালো নেই’।
উত্তরপত্রটি কোনো পরীক্ষার অংশ না হলেও এর বাঁ পাশে লাল কালিতে শূন্য নম্বর দিয়ে ‘বাতিল’ লিখে দেওয়া হয়েছে। ওই শিক্ষার্থী সেদিনই ভুল স্বীকার করে মার্জনা পেতে তার বিভাগের কাছে আবেদন করেন।