জানুয়ারি ২৩, ২০২২, ০৮:০৮ পিএম
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে শনিবার দিবাগত রাতে শিক্ষার্থীদের বৈঠকের পর উপাচার্যের পদত্যাগ ও পরবর্তী বৈঠকের বিষয়ে কোনো অগ্রগতি না হওয়ায় উপাচার্যের বাসভবনে পুলিশ ও গণমাধ্যমকর্মী ছাড়া সাধারণের প্রবেশ ও বাইরে বের হওয়া বন্ধ ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ রবিবার বিকেল সাড়ে ৪টায় উপাচার্যের বাসভবনে অবস্থানরত শিক্ষার্থীরা পুলিশের সামনে মানববর্ম তৈরি করেন। এ সময় সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন আন্দোলনকারীরা।
শিক্ষার্থীদের মুখপাত্র বলেন, “আমরা বাসভবনের বাইরে আটকে আছি, আর উনি সবার সঙ্গে দেখা-সাক্ষাৎ করে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবেন, সেটা হতে পারে না। এখন থেকে উপাচার্যের বাসভবনে তার সঙ্গে সাক্ষাত করতে আর কেউ প্রবেশ করতে পারবেন না।”
তবে এ বিষয়টিতে অবরুদ্ধ পরিস্থিতি না, বরং অহিংস একটি কর্মসূচি দাবি করে তিনি বলেন, “যেহেতু উপাচার্যের বাসভবনে সবকিছুরই ব্যবস্থা আছে, আর আমরা ইউটিলিটি সেবা বিচ্ছিন্ন করছি না, তাই এটিকে অবরুদ্ধ হিসেবে বলা যাবে না। তবে পরিস্থিতি যেভাবে যাচ্ছে এবং যেভাবে কালক্ষেপণ হচ্ছে, তাতে আমরা হয়তো বাধ্য হবো উপাচার্যকে তার বাসভবনে অবরুদ্ধ করতে।”