এখনই ১২ বছরের নিচে শিক্ষার্থীদের ভ্যাকসিন নয়: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৬, ২০২২, ১০:০৪ পিএম

এখনই ১২ বছরের নিচে শিক্ষার্থীদের ভ্যাকসিন নয়: শিক্ষামন্ত্রী

১২ বছরের নিচের শিক্ষার্থীদের এখনই ভ্যাকসিন নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসব শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম চলমান থাকবে জানিয়ে তিনি আরও বলেন, “এজন্য কঠোর মনিটরিং করা হচ্ছে। পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে “

রবিবার ঢাকার সাভারে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) আয়োজিত ২ মাস মেয়াদি শিক্ষা প্রকৌশল অধিদফতরের কর্মকর্তাদের প্রথম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সরকারি-বেসরকারি সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্র ব্যবহার করে ভ্যাকসিন নিতে পারবে। টিকা কেন্দ্র থেকে শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদানের চলমান প্রক্রিয়া অব্যাহত থাকবে।

বিপিএটিসির রেক্টর রমেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে কোর্স উপদেষ্টা মহসীন আলী, প্রশিক্ষণার্থী নবীন কর্মকর্তাগণসহ বিপিএটিসির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স নবনিযুক্ত কর্মকর্তাদের জন্য আবশ্যিক, গুরুত্বপূর্ণ ও মৌলিক একটি প্রশিক্ষণ। দেশের বিভিন্ন জেলায় কর্মরত শিক্ষা প্রকৌশল অধিদফতরের ২৯ জন নবীন কর্মকর্তা এ কোর্সে অংশগ্রহণ করেন।

Link copied!