এবারও মাধ্যমিকে ভর্তি লটারিতে, অনলাইনে আবেদন শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৬, ২০২২, ১২:৩৫ পিএম

এবারও মাধ্যমিকে ভর্তি লটারিতে, অনলাইনে আবেদন শুরু

সরকারি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হয়েছে আজ থেকে। এবারও ভর্তি করা হবে লটারিতে।  একজন প্রার্থী সর্বোচ্চ ৫টি স্কুলের পছন্দক্রম উল্লেখ করতে পারবে আবেদনে।

আজ বুধবার সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (ডিএসএইচই) পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন গণমাধ্যমকে জানান, সকাল ১১টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয় এবং আগামী ৬ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত জমা দেওয়া যাবে।

গত সোমবার ২০২৩ শিক্ষাবর্ষে এ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি স্কুলে ভর্তির লটারি হবে ১০ ডিসেম্বর। আর বেসরকারি স্কুলের লটারি ১৩ ডিসেম্বর। ২৮ ডিসেম্বরের মধ্যে ভর্তির প্রক্রিয়া শেষ করা হবে। ভর্তির ক্ষেত্রে লটারি ছাড়া অন্য কোনো পরীক্ষা নেওয়া যাবে না।

উল্লেখ্য, করোনা মহামারীর কারণে ২০২০ সাল থেকে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করা হচ্ছে।

তার আগে শুধু প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করা হত। দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নবম শ্রেণিতে ভর্তি করা হত।

Link copied!