এসএসসি’র সিলেবাস আর সংক্ষিপ্ত নয়: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৬, ২০২১, ০৮:২৩ পিএম

এসএসসি’র সিলেবাস আর সংক্ষিপ্ত নয়: শিক্ষামন্ত্রী

আগামী বছরের এসএসসি পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে এবং তার ওপরে পাঠদান শেষে পাবলিক পরীক্ষা নেওয়া হবে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীরা আন্দোলন করলেও সেটি আর সংক্ষিপ্ত করার সুযোগ নেই।’

বুধবার (৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

ক্লাসে পাঠদানের প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দিওয়ে শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে  চলতি বছর  ও আগামী বছরের এসএসসি, এইচএসসি  পরীক্ষার্থীদের সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। সেই সিলেবাস শেষ করে পরীক্ষা আয়োজন করা হবে। সংক্ষিপ্ত সিলেবাস আরো সংক্ষিপ্তকরণের জন্য কেউ আন্দোলন করলে সেটিকে আমলে নেওয়া হবে না।

সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র (টিআইবি) প্রতিবেদনে এমপিওভুক্ত স্কুল, কলেজ প্রতিষ্ঠানে দুর্নীতি বিষয়ক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, টিআইবির প্রতিবেদন আমরা দেখেছি, এ বিষয়ে আমরা পর্যবেক্ষণ করছি। দ্রুত সময়ের মধ্যে টিআইবির প্রতিবেদন বন্দিনী সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে। সেখানে এ বিষয়ে সার্বিক বিষয় তুলে ধরা হবে।

এর আগে চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। এসময় তিনি বলেন, পত্রিকা খুললেই শুধু নেগেটিভ নিউজ চোখে পড়ে। এতে করে মানুষের আত্মবিশ্বাস কমে যায়। সে কারণে নেগেটিভ নিউজ এর পাশাপাশি পজিটিভ নিউজকে গুরুত্ব দিয়ে তা প্রকাশ করতে হবে। মানুষ সকালে ঘুম থেকে উঠে পজিটিভ নিউজ পড়লে তার দিনটি ভালো কাটবে, দিনে ভালো একটি কাজ করার উৎসাহ তৈরি হবে।

Link copied!