গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়: ‘গ’ ইউনিটে পাশ করেছে ৬০ ভাগ পরীক্ষার্থী

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৪, ২০২২, ০১:১০ এএম

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়: ‘গ’ ইউনিটে পাশ করেছে ৬০ ভাগ পরীক্ষার্থী

দেশের গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় বাণিজ্য অনুষদের ‘গ’ ইউনিটে প্রায় ৬০ ভাগ পরীক্ষার্থী পাশ করেছেন। মঙ্গলবার দুপুরে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (gstadmission.ac.bd) এ ফল প্রকাশ করা হয়।

গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহবায়ক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ইমদাদুল হক গণমাধ্যমকে জানান, ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৫৯.৪৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। অন্যদিকে, ৩০ নম্বরের চেয়ে কম পেয়ে ফেল করেছে ৪০ দশমিক ৫৪ শতাংশ পরীক্ষার্থী। শূণ্য দশমিক ১ শতাংশ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়েছে।

সমন্বিত ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৮৬ দশমিক ৭৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষা দেওয়া ইশিকা জান্নাত।

বাণিজ্য অনুষদের ‘গ’ ইউনিটের পরীক্ষায় ৪২ হাজার ১৮০ জন শিক্ষার্থী আবেদন করলেও  পরীক্ষায় অংশ নেন ৩৯ হাজার ৭৩ জন।

পরীক্ষায় পাস করেছেন ২৩ হাজার ২২৮ জন। আর ফেল করেছেন ১৫ হাজার ৮৩৯ জন। আর পরীক্ষা বাতিল হয়েছে ৬ জনের।

প্রসঙ্গত, গত শনিবার দেশের ১৮ বিশ্ববিদ্যালয়ের ২৫টি কেন্দ্রে বাণিজ্য অনুষদের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Link copied!