চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু সোমবার

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১১, ২০২১, ০৮:২১ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু সোমবার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন আগামী সোমবার থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত। এছাড়া আবেদন ফি ২ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জমা দেওয়া যাবে।

এর আগে গত ৫ এপ্রিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু হওয়ার কথা থাকলেও পরে তা স্থগিত করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বলেন, সোমবার সকাল ১০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে। আবেদন প্রক্রিয়া উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ড. শিরীণ আখতার।

আবেদন প্রক্রিয়া শেষে পরবর্তীতে আগামী ২২ জুন থেকে ১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত বছরের মতো এবারও ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা ৪টি ইউনিট ও ২টি উপ-ইউনিটের মাধ্যমে নেওয়া হবে। এবছর করোনা পরিস্থিতি বিবেচনায় প্রতিটি ইউনিটের জন্য দুদিন করে সময় রাখা হয়েছে।

আগামী ২২ ও ২৩ জুন ‘বি’ ইউনিট, ২৪ ও ২৫ জুন ‘ডি’ ইউনিট, ২৮ ও ২৯ জুন ‘এ’ ইউনিট ও ৩০ জুন ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ১ জুলাই ‘বি-১’ ও ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Link copied!