জুন ১১, ২০২১, ০৬:০৯ পিএম
শাহবাগ থেকে রাজু ভাস্কর্যের দিকে মিছিল যাওয়ার সময় থানার সামনে অবস্থান করলে পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে যায় চাকরীতে প্রবেশের বয়সসীমা ৩২ চাই আন্দোলনকারীরা। এসময় ২ জন আন্দোলনকারীকে আটক করে শাহবাগ থানা পুলিশ।
জিজ্ঞাসাবাদ করা হবে আটককৃতদের
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশীদ দ্য রিপোর্টকে বলেন, গ্রেফতার বা আটক নয়, আন্দোলন থেকে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। কীসের আন্দোলন বা কেন এই আন্দোলন এটা নিয়েই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। আন্দোলনে কেনো লাঠিচার্জ করা হলো জানতে চাইলে তিনি বলেন, ওদের রাজু ভাস্কর্যে যাওয়ার অনুমতি ছিলো, কিন্তু তারা থানার সামনে জটলা বাধিয়ে বিশৃঙ্খলতা করায় তাদের সরিয়ে দেয়ার জন্য লাঠিচার্জ করা হয়।
শাহবাগ থানার সামনেই ছত্রভঙ্গ
এর আগে বিকাল তিনটা থেকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয়া শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাস করা দুই শতাধিক চাকরিপ্রত্যাশী। অবস্থানের প্রায় দুই ঘন্টা পর বিকাল পৌনে পাঁচটার দিকে আন্দোলনকারীরা জাদুঘরের সামনে থেকে শাহবাগ মোড় ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যের দিকে অগ্রসর হয়। এসময় তারা শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার চেষ্টা করে । তবে পুলিশের অনুরোধে আন্দোলনকারীরা মোড় থেকে সরে শাহবাগ থানার সামনে দাঁড়িয়ে বক্তব্য দেয়া শুরু করে। কিছুক্ষণ পর রমনা জোনের এডিসি হারুন অর রশীদ থানার সামনে থেকে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে আন্দোলনকারীদের সাথে পুলিশের বাক বিতন্ডা শুরু হয় । একপর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের লাঠিচার্জ শুরু করে। এসময় বাকি বিল্লাহকে আটক করা হয়। পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে আন্দোলনকারীরা বর্তমানে রাজু ভাষ্কর্যে অবস্থান নিয়েছে ।
শীঘ্রই আসছে পরবর্তী কর্মসূচী
৩২ চাই আন্দোলনের সমন্বয়ক সাজিদ সেতু দ্য রিপোর্ট কে বলেন, আমাদের অহিংস আন্দোলনে পুলিশ হামলা চালিয়েছে। আমাদের ৩ জনকে আটক করা হয়েছে। বর্তমানে আমরা রাজু ভাষ্কর্যে অবস্থান করছি। পরবর্তী কর্মসূচী কী জানতে চাইলে তিনি বলেন, আমি, তানভীর হোসেন ও ডালিয়া আহমেদ এখন থানায় যাচ্ছি। থানা থেকে আমরা প্রেসক্লাবে গিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করবো। তিন জনের পরিচয় জানতে চাইলে সাজিত সেতু বলেন, আমরা একজম আটক শিক্ষার্থীর পরিচয় জানি। তার নাম বাকি বিল্লাহ। তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।