জাতীয়করণের দাবিতে ৯ম দিনে শিক্ষকদের সাথে পুলিশের ধস্তাধস্তি

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৯, ২০২৩, ১০:১৩ পিএম

জাতীয়করণের দাবিতে ৯ম দিনে শিক্ষকদের সাথে পুলিশের  ধস্তাধস্তি

সংগৃহীত ছবি

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে টানা ৯ম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন সারাদেশ থেকে আগত শিক্ষকেরা। বিষয়টির এখনও কোনো সুরাহা না হওয়ায় দাবি আদায় না হওয়া পর্যন্ত  কর্মসূচি  চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। আন্দোলনের ৯ম দিন বুধবার (১৯ জুলাই) জাতীয় ঈদগাহ ময়দান থেকে প্রেসক্লাব হয়ে পল্টন মোড় পর্যন্ত সড়কে অবস্থান করছেন শিক্ষকরা।

বুধবার সকাল ১১টার দিকে শিক্ষকরা মৎস্যভবন সড়ক অবরোধের চেষ্টা করলে  সেখান থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ। এ সময় পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে এই সড়কে কিছুক্ষণ যানচলাচল বন্ধ থাকে।

গত মঙ্গলবার (১১ জুলাই) থেকে আন্দোলন শুরু করেন বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। বুধবার চলছে আন্দোলনের নবম দিন। দেশের বিভিন্ন স্থান থেকে কর্মসূচিতে আসায় অনেকেই ইতিমধ্যে অসুস্থ হয়ে গেছেন। তাদের বেশ কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিটিএ সাধারণ সম্পাদক।

বেসরকারি শিক্ষকদের দাবি, তারা মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া, ২৫ শতাংশ উৎসব ভাতা, ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। অথচ একই কারিকুলামের অধীন একই সিলেবাস, একই একাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি-বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড়সম বৈষম্য। এই বৈষম্য দূর করতেই তারা আন্দোলনে নেমেছেন।

Link copied!